স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের আর কোনো ফুটবলার এমন রেকর্ড করতে পারেননি। একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে এল ক্লাসিকোতে রিয়ালের জার্সিতে একমাত্র হ্যাটট্রিকের রেকর্ড করলেন ভিনিসিউস জুনিয়র।স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে শিরোপা জিতিয়েছেন হ্যাটট্রিক করেই।
বার্সাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ৭ম, ১০ম ও ৩৯তম মিনিটে তিনটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। এর আগে কোনো ব্রাজিলিয়ান ফুটবলার রিয়ালের জার্সিতে বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করতে পারেননি।
এল ক্লাসিকোতে অবশ্য হ্যাটট্রিক আছে দুই ব্রাজিলিয়ানের।তবে সেগুলো তারা করে ছিলেন বার্সার জার্সিতে। ১৯৫৮ সালে ইভারিস্টো ও ১৯৯৪ সালে রোমারিও রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
সৌদী আরবের রিয়াদে ফাইনালে চলতি একুশ শতাব্দীতে চতুর্থ খেলোয়াড় হিসেবে এল ক্ল্যাসিকোতে হ্যাটট্রিক করার বিরল কীর্তিও গড়েছেন ভিনিসিিউস জুনিয়র। এর আগে এক ম্যাচে তিন গোল করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও করিম বেনজেমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post