নিজস্ব প্রতিবেদকঃ ২-০ ব্যবধানে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। যার ফলে বাংলাদেশ দল বেশ পিছিয়ে আছে এখন। টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন মঙ্গলবার। আর সেই মিশনে মাঠে নামছে দল একাদশে পরিবর্তন নিয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতভাবে। দ্বিতীয় ওয়ানডেতে খেলা এবাদত হোসেন ইনজুরিতে ছিটকে গেছেন। সেই জায়গায় একাদশে ফিরবেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন এই তারকা পেসার।
এছাড়া একাদশে পাঁচ পেসারের মধ্যে একমাত্র শরিফুল ইসলামের খেলা হয়নি। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় শরিফুলকে একাদশে সুযোগ দিতে পারে টিম ম্যানেজম্যান্ট।
ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নাই। তবে আফিফ হোসেন ধ্রুব’র অফ ফর্ম ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সেই জায়গায় তাইজুল ইসলামকে দেখা যেলেও যেতে পারে। এছাড়া একাদশে বাকি সব জায়গাই মোটামুটি নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব/তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post