নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরের অষ্টম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরুর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে হয়েছে টস।
যেখানে জিতেছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ব্যাট করতে নামছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
এই ম্যাচে দুই দলই নিজেদের আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে। উইনিং কম্বিনেশন ধরে রেখেই খেলবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ হারিস, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মোহাম্মদ মিঠুন, দিলশান মুনাভিরা, আরিফুল হক, মুক্তার আলি, উসমান গণি, তাসকিন আহমেদ, আরফাত সানী ও আল আমিন হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post