নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে ফের শৃঙ্খলাভঙ্গের কারণে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে সাব্বির রহমানকে বাদ দিয়েছেন কোচ খালেদ মাহমুদ সুজন। গত ১ জানুয়ারি দলের অনুশীলনে ছিলেন না সাব্বির। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সোমবার দলের অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। গত ১ জানুয়ারি অনুশীলনে হাজির না হওয়ায় পরের ম্যাচে তাকে খেলানো হয়নি বলে জানান ঢাকার কোচ।
তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ঢাকার একাদশে ফেরেন সাব্বির। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে রান করতে পারেন নি বিতর্কিত এই ক্রিকেটার। সুযোগ পেয়ে দুই রানের বেশি করতে পারেননি সাব্বির। খুশদিল শাহের খুব সাধারণ একটি বলে মারতে গিয়ে ডিপে ক্যাচ তুলে দিয়েছেন এই ব্যাটার, যা লুফে নেন কামরুল ইসলাম রাব্বি। সেই ওভারের শেষ বলে থিসারা পেরেরার উইকেট হারায় ঢাকা। তার গুড লেংথের ডেলিভারিতে শর্ট মিড উইকেটে ইফতিখারকে ক্যাচ দিয়ে বিদায় নেন পেরেরা। গত ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন ঢাকার অধিনায়ক, আজ ফিরলেন শূন্য হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০