নিজস্ব প্রতিবেদক:: ফুটবলে দেশের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো। এবারের একুশে পদক পাচ্ছে বাংলাদেশ নারী দল। টানা দু’বার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
দু’বার সাফ জেতার পাশাপাশি গত কয়েক বছর থেকে নারী দল বেশ সাফল্য পাচ্ছে। মেয়েদের সাফল্যের স্বীকৃতি দিলো অন্তবর্তীকালীন সরকার। ২০২৫ সালের একুশে পদক দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এবছরের পুরস্কার দেওয়া হচ্ছে।
বাংলার মেয়েরা ২০২২ সালে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। পরের আসর অর্থাৎ ২০২৪ সালে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারেরমত চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ সরকার দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০