নিজস্ব প্রতিবেদক:: মিরপুরের হোম অব ক্রিকেটে কাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের একাদশে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে একজন ক্রিকেটারের। তিন পেসার একাদশে থাকা মোটামুটি নিশ্চিত। চার পেসার একাদশে দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
আফগানিস্তানকে স্পিন দিয়ে আটকানোর সম্ভাবনা নেই। প্রথম টেস্টে সেই ফাঁদে পড়ে হেরেছে বাংলাদেশ। এবার তাই হোম অব ক্রিকেটের উইকেট যেনো পেসারদের স্বর্গরাজ্য। সবুজ উইকেটে আফগানদের পরীক্ষা নেবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে পাঁচ জন পেসার আছেন। সেখান থেকে তিনজনের খেলাটা মোটামুটি নিশ্চিত। তাসকিনকে নিয়ে টিম ম্যানেজম্যান্ট ঝুঁকি নিতে না চাইলে তিনি হয়তো একাদশের বাইরে থাকবেন। বিশ্বকাপের বছরে এই পেসারে উপর চাপ কমাতে চায় বোর্ড।
সেক্ষেত্রে পেসার এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমদের একাদশের থাকাটা প্রায় নিশ্চিত। চমক হিসেবে অভিষেক হয়ে যেতে পারে পেসার মুশফিক হাসানেরও। সিলেটে উইন্ডিজের বিপক্ষে দারুণ বল করেছেন তিনি।
ব্যাটিংয়ে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। তামিমের অনুপস্থিতিতে একাদশে ফিরতে পারেন তিনি। সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন, ধৈর্য্যের পরীক্ষায় উতরেছেন। শতক হাঁকিয়ে ঢাকা টেস্টের একাদশে ফেরার জোর দাবিতো তিনি জানিয়েই রেখেছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:: লিটন দাস (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও তাসকিন আহমদ/মুশফিক হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post