স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশ ব্রাজিল ও আর্জেন্টিনাকে হার দেখতে হলো একই দিনে। কলম্বিয়ার কাছে আর্জেন্টিনার হারের ঘন্টা চারেক পরেই ব্রাজিল হেরেছে প্যারাগুয়ের কাছে।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুই দলই এক সাথে খেয়েছে হোঁচট। বার ম্যাচ পর জয়ের রথ থেমেছে আর্জেন্টাইনদের। কলম্বিয়ার কাছে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার দেখানো পথেই হেঁটেছে ব্রাজিলও। বুধবার সকালের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে বিবর্ণ ব্রাজিলিয়ানরা। বিধ্বস্ত ব্রাজিলকে প্যারাগুয়ে হারিয়েচৈ ১-০ গোলের ব্যবধানে। বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার।
এর আগে আর কখনো এতোটা বাজে ভাবে বিশ্বকাপ বাছাই শুরু করেনি ব্রাজিল। পাঁচ বারের সাবেক চ্যাম্পিয়নদের দুর্দশা যেনো কাটছেই না। একের পর এক হারে বিপর্যস্ত ব্রাজিলিয়ানরা। বিশ্বকাপের বাছাই পর্বের বাঁধা টপকানো এখন চ্যালেঞ্জ হয়ে পড়ছে দলটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০