স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট। কিন্তু ২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফলে বিশ্বকাপ সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। যার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এক নজরে দেখে নিন কোপা আমেরিকার সূচি-
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
২১ জুন | সকাল ৬টা | আর্জেন্টিনা-কানাডা | আটলান্টা |
২২ জুন | সকাল ৬টা | পেরু-চিলি | আর্লিংটন |
২৩ জুন | ভোর ৪টা | ইকুয়েডর-ভেনেজুয়েলা | সান্তা ক্লারা |
২৩ জুন | সকাল ৭টা | মেক্সিকো-জ্যামাইকা | হিউস্টন |
২৪ জুন | ভোর ৪টা | যুক্তরাষ্ট্র-বলিভিয়া | আর্লিংটন |
২৪ জুন | সকাল ৭টা | উরুগুয়ে-পানামা | মায়ামি গার্ডেন্স |
২৫ জুন | ভোর ৪টা | কলম্বিয়া-প্যারাগুয়ে | হিউস্টন |
২৫ জুন | সকাল ৭টা | ব্রাজিল-কোস্টারিকা | ইঙ্গেলউড |
২৬ জুন | ভোর ৪টা | পেরু-কানাডা | কানসাস সিটি |
২৬ জুন | সকাল ৭টা | আর্জেন্টিনা-চিলি | ইস্ট রাদারফোর্ড |
২৭ জুন | ভোর ৪টা | ইকুয়েডর-জ্যামাইকা | লাস ভেগাস |
২৭ জুন | সকাল ৭টা | ভেনেজুয়েলা-মেক্সিকো | ইঙ্গেলউড |
২৮ জুন | ভোর ৪টা | পানামা-যুক্তরাষ্ট্র | আটলান্টা |
২৮ জুন | সকাল ৭টা | উরুগুয়ে-বলিভিয়া | ইস্ট রাদারফোর্ড |
২৯ জুন | ভোর ৪টা | কলম্বিয়া-কোস্টারিকা | গ্লেনডেল |
২৯ জুন | সকাল ৭টা | ব্রাজিল-প্যারাগুয়ে | লাস ভেগাস |
৩০ জুন | সকাল ৬টা | আর্জেন্টিনা-পেরু | মায়ামি গার্ডেন্স |
৩০ জুন | সকাল ৬টা | কানাডা-চিলি | অরল্যান্ডো |
১ জুলাই | সকাল ৬টা | মেক্সিকো-ইকুয়েডর | গ্লেনডেল |
১ জুলাই | সকাল ৬টা | জ্যামাইকা-ভেনেজুয়েলা | অস্টিন |
২ জুলাই | সকাল ৭টা | বলিভিয়া-পানামা | অরল্যান্ডো |
২ জুলাই | সকাল ৭টা | যুক্তরাষ্ট্র-উরুগুয়ে | কানসাস সিটি |
৩ জুলাই | সকাল ৭টা | ব্রাজিল-কলম্বিয়া | সান্তা ক্লারা |
৩ জুলাই | সকাল ৭টা | কোস্টারিকা-প্যারাগুয়ে | অস্টিন |
কোয়ার্টার ফাইনাল
৫ জুলাই | সকাল ৭টা | এ১-বি২ | হিউস্টন |
৬ জুলাই | সকাল ৭টা | বি১-এ২ | আর্লিংটন |
৭ জুলাই | ভোর ৪টা | সি১-ডি২ | লাস ভেগাস |
৭ জুলাই | সকাল ৭টা | ডি১-সি২ | গ্লেনডেল |
সেমিফাইনাল
১০ জুলাই | সকাল ৬টা | প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী-দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী | ইস্ট রাদারফোর্ড |
১১ জুলাই | সকাল ৬টা | তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী-চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী | শার্লট |
তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ
১৪ জুলাই | সকাল ৬টা | দুই সেমিফাইনালের পরাজিত দল | শার্লট |
ফাইনাল
১৫ জুলাই | সকাল ৬টা | দুই সেমিফাইনালের জয়ী দল | মায়ামি গার্ডেন্স |
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post