স্পোর্টস ডেস্ক:: এক বছর পেরিয়ে গেছে। গুণে গুণে ৩৬৯ দিন। বিশ্ব ফুটবলের বড় তারকা, ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের পায়ের জাদু দেখা হয়নি সমর্থকদের। ভক্ত, সমর্থকদের অপেক্ষা এবার ফুরিয়েছে। এক বছর পর মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিযান তারকার প্রত্যাবর্তনের দিনে জিতেছে দলও।
নেইমার জুনিয়রের ফেরার ম্যাচে গোলও হয়েছে দুই হালির বেশি। গুণে গুণে নয় গোলের ম্যাচটি আল হিলাল শেষ পর্যন্ত জিতেছে ৫-৪ ব্যবধানে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে নেইমারের দল হারিয়েছে আল আইনকে। দুই দলের গোল বন্যার ম্যাচটি ছিলো দারুণ উপভোগ্য। নেইমার ভক্তদের জন্য দারুণ এক সুখবরের দিন। প্রিয় তারকার মাঠে ফেরার দিন।
এক বছরেরও বেশি সময় আগে, গত বছরের ১৮ অক্টোবর ফিফা বিশ্বকাপ বাছাইয়ে শেষবার মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতে নেইমার চোট নিয়ে মাঠ ছাড়েন। বা হাঁটুতে চোট পেয়ে চলে যান মাঠের বাইরে। ফেরবেন, ফেরবেন বলেও তার ফেরা হচ্ছিলো না। পুর্নবাসন প্রক্রিয়া ক্রমেই দীর্ঘ হচ্ছিলো। অবশেষে এক বছর পর মাঠে ফিরেছেন তিনি।
আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মুখোমুখি হয় আল হিলাল ও আল আইন। ম্যাচের আগে গ্যালারিতে মেয়ে মাভিকে নিয়ে অপেক্ষায় ছিলেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। পারিবারিক সঙ্গী ছিলেন আরও দুজন। নেইমারের হাজারো ভক্তের চোখ ছিলো ম্যাচটিতে। প্রিয় তারকা কখন নামবেন মাঠে।
অবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে সেই মহেন্দ্রক্ষণ। ম্যাচের ৭৭ মিনিটে। আল হিলাল মিডফিল্ডার নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার। স্টেডিয়াম জুড়ে যেনো স্বস্তির নিঃশ্বাস। ব্রুনা বিয়াকার্দির মুখে আনন্দের হাসি। দীর্ঘ দিন পর মাঠে নামা নেইমার অবশ্য খুব একটা কিছু করতে পারেননি। গোলের দেখা পাননি। ছন্দে ফিরতেই লেগেছে অনেক সময়।
নয় গোলের ম্যাচটিতে দুই দল লড়াই করেছে বেশ। সমানে সমান হয়েছে লড়াই। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের ম্যাচ জয়ে রাঙান সতীর্থরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০