স্পোর্টস ডেস্ক:: বার্সার তারকা দানি ওলমোকে এক মাস থাকতে হবে মাঠের বাইরে। জিরোনার বিপক্ষে ম্যাচে পাওয়া চোট তাকে মাঠের বাইরে রাখতে বাধ্য করছে। ৪-১ গোলের জয়ী ম্যাচে গোলও করেছিলেন এই তারকা।
তবে দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন ওলমো। ম্যাচ শেষে বার্সা জানিয়েছে, দানি ওলমোর হ্যামস্ট্রিংয়ের ইনজুরিটা বেশ সিরিয়াস। এই তারকাকে এক মাসেরও বেশি সময় বিশ্রামে থাকতে হবে।
দানি ওলমোর হ্যামস্ট্রিং ইনজুরির পরীক্ষা করা হয়। এরপর দেখা যায় চোট গুরুতর। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা।
আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে এএস মোনাকোর বিপক্ষে খেলতে পারবেন না ওলমো। লা লিগায় ভিয়ারিয়াল, গেটাফে, ওসাসুনা এবং আলাভেসের বিপক্ষেও খেলা হবে না তার। ফিরতে হবে আর আন্তর্জাতিক বিরতির পরেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০