স্পোর্টস ডেস্ক:: ক্রীড়া সংশ্লিষ্টরা মারা গেলে দলগুলো মাঠে নামার আগে শোক জানায়, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। এবার সেই নীরবতা পালন করতে গিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে একটি ক্লাব। জীবিত একজনকে মৃত মনে করে শোক পালন করেছে দলটি। ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ার শীর্ষস্তরের লিগে।
দেশটির প্রথম সারির ক্লাব আরদা কারজালির ফুটবলাররা রোববার মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করেন। তাদের জানানো হয় ক্লাবটির সাবেক ফুবলার পেতকো গানশেভ মৃত্যুবরণ করেছেন। সাবেক ফুবলারের মৃত্যুতে সেদিন ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তবে নীরবতা পালনের পরপরই খবর আসে পেতকো গানশেভ মারা যাননি। এ নিয়ে সমালোচনা শুরু হয়। আরদা কারজালির কর্মকর্তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। বুলগেরিয়ান লিগে রোববার মুখোমুখি হয়েছিলো আরদা কারজালি এবং লেভস্কি সোফিয়া। ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে দুই দলের ফুটবলাররাই গোল হয়ে দাঁড়ান। পেতকো গানশেভের সম্মানে তারা মাথা নিচু করে এক মিনিটের নীরবতা পালন করেন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ ক্লাবটি জানায়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ, তার পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০