স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে কোল পালমারের দানবীয় পারফরম্যান্সে এভারটনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ম্যাচ শুরুর ২৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পেয়ে যান পালমার। এই তরুণ প্রথম গোল (১৩ মিনিটে) করেন বাঁপায়ের জাদুকরী শটে। পালমার দ্বিতীয় গোল (১৮ মিনিটে) করেন হেডে, তৃতীয় গোল (২৯ মিনিটে) ডানপায়ের শটে আর বাকি গোলটি (৬৪ মিনিটে) করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে।
এভারটনের বিপক্ষে ৪ গোলের সুবাদে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ হয়ে গোলদাতা হয়েছেন পালমার। তার সমান ২০ গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। এদিকে ৪ গোলে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন পালমার। প্রথম চেলসি খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন তিনি।দিদিয়ের দ্রগবার (২০১০) পর প্রথম চেলসি খেলোয়াড় হিসেবে স্ট্যামফোর্ড ব্রিজে টানা দুই লিগ ম্যাচে হ্যাটট্রিক। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে গোল পাওয়া চেলসির প্রথম খেলোয়াড়। জিমি ফ্লয়েড হ্যাসেলবেঙ্ক (২০০০-০১,২৩ গোল) ও দিয়েগো কস্তার (২০১৪-১৫,২০ গোল) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চেলসিতে অভিষেকে মৌসুমে ২০ গোল। প্রিমিয়ার লিগে ৯টি পেনাল্টি থেকেই গোল। তাঁর চেয়ে বেশি পেনাল্টি নিয়ে ১০০ ভাগ সফল শুধু ইয়াইয়া তোরে (১১/১১)।
৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে আছে চেলসি। আর ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে পঞ্চমস্থানে আছে এভারটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post