স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যাইডেন মার্করাম। তাঁকে অধিনায়ক করে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়া। এর আগে দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজটি চলমান।
মঙ্গলবার প্রচেস্টফ্রুমে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ। এই ম্যাচে খেলা হচ্ছে না প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে এই তথ্য নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
বাভুমার চোট প্রসঙ্গে এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ‘উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টেম্বা বাভুমা হ্যামস্ট্রিং চোট পান। সতর্কতা বশত সে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছে। তাঁর বদলে অ্যাইডেন মার্করাম দলকে নেতৃত্ব দিবেন।’
মার্করাম এই সিরিজে শুধুমাত্র তৃতীয় ওয়ানডের দলে আছেন। আর এক ম্যাচ খেলতে এসেই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে এই ব্যাটারকে। যদিও অধিনায়কত্বের পথচলা নতুন নয় তাঁর জন্য। ২০১৪ সালে মার্করামের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার নতুন ঘরোয়া টুর্নামেন্টে এসএ টি-টোয়েন্টি লিগে মার্করামের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ। এজন্যই মার্করামের উপর আস্থা রেখে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়েছেন নির্বাচকরা। এবার তৃতীয় ওয়ানডেও তাঁর নেতৃত্বে খেলছে প্রোটিয়ারা।
উইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশঃ রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, রাসি ভ্যান ডের ডুসেন, অ্যাইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, বজর্ন ফরচুইন, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি ও লুঙ্গি এনগিদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post