নিজস্ব প্রতিবেদকঃ টানা ৮ জয়ের পর সবশেষ ম্যাচে প্রথম হারের তিক্ততা পায় আবাহনী লিমিটেড। তবে এক ম্যাচ পরই জয়ে ফিরলো দলটি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ রানে হারিয়েছে আকাশী-নীলরা। ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর হয়ে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলা নাঈম শেখ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাহনীর দেওয়া ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এরপর কয়েকটি জুটিতে জয়ের পথে বেশ ভালোভাবেই ছিল দলটি। কিন্তু বলের সাথে রানের গতি ধরে রাখতে না পারায়, শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছানো হয়নি অগ্রণী ব্যাংকের।
দায় আছে দলের ব্যাটারদেরও। সেট ব্যাটারদের অল্প একটু রানের গতি বাড়ালেই হতো। সেটা না করায় কাছে গিয়েও হতাশ হতে হয়। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৮ রানের বেশি করতে পারেনি দল। অগ্রণী ব্যাংকের হয়ে ৬৩ বলে ৪টি করে চার ও ছয়ের মারে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার আজমীর আহমেদ। ৭১ বলে ৩ বাউন্ডারিতে ৫৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মার্শাল আইয়ুব। ৮০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন ইলিয়াস সানী। এর বাইরে জহুরুল ইসলাম ২৬, শরিফউল্লাহ ২৬ ও আবু হায়দার রনি ১৯ রানে অপরাজিত থাকেন।
আবাহনীর হয়ে রাকিবুল হাসান ও নাহিদুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলেই ২৬৭ রানে অলআউট হয় আবাহনী। বরাবরের মতো এবারও শুরুটা ভালো হয় আবাহনীর। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ব্যাটে ৭১ রানের উদ্বোধনী জুটি পায় দলটি। তবে এদিন বড় রান করতে পারেননি বিজয়। ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে সেই জুটি। মাত্র ২ রান করে দ্রুতই ফিরেন টপ অর্ডারে নামা নাজমুল হোসেন শান্ত।
তবে ৬৮ রানের জুটি গড়ে দলকে রক্ষা করেন নাঈম ও আফিফ হোসেন ধ্রুব। ৩১ রান করা আফিফের বিদায়ে সেই জুটিও ভাঙে। দ্রুতই ফিরে যান নাঈমও। তবে মিস করেন সেঞ্চুরি। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার আসরে অষ্টমবারের পঞ্চাশোর্ধ ইনিংস খেলে আউট হন শেষ পর্যন্ত ৭৯ রানে। ৭৫ বলের সেই ইনিংসে ১০ বাউন্ডারি ও ২ চার হাঁকান।
এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে যথাক্রমে অধিনায়ক মোসাদ্দেক ও জাকের আলি অনিকের ৬৩ রানের ও মোসাদ্দেকের সাথে মোহাম্মদ সাইফউদ্দিনের ৫৪ রানের দুটি জুটি আবাহনীকে বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করে। মোসাদ্দেক ৬৯ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। জাকেরের ব্যাট থেকে ২৭ ও সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৩১ রান।
অগ্রণী ব্যাংকের হয়ে এনামুল হক ৩টি, আবু হায়দার রনি ও আসাদউজ্জামান পায়েল ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post