নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল (১৩ মার্চ) চট্টগ্রামের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ম্যাচ দেখতে দর্শকদের সমাগম খুব একটা হবে না চট্টগ্রামে, কেননা টাইগাররা খুব একটা আকর্ষণ করতে পারেনি বন্দরনগরী দর্শকদের।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।’
এদিকে সিরিজ প্রসঙ্গে শান্ত বলেন, ‘সব সময় চ্যালেঞ্জ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে খেলার আগে চ্যালেঞ্জ থাকে। যেটা বললেন, ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কাজেই একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসেবে ঘুরে দাঁড়িয়ে এই বছরে ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা ভালোভাবে প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post