নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ জাকের আলি অনিক ও রিশাদ হোসেন। সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারফম্যান্স দিয়ে আলোচনায় এসেছিলেন স্পিনার তানভীর ইসলাম ও পেসার রেজাউর রহমান রাজা। দুজনই প্রথমবার ডাক পেয়েছিলেন টি-টোয়েন্টি দলে। এর মধ্যে অভিষেকও হয়েছিল তানভীরের। এই বাঁহাতি স্পিনার পেয়েছেন ১ উইকেট। আর রাজা এর আগে বিভিন্ন সময় দলে ডাক পেলেও, অভিষেক হয়নি এখন পর্যন্ত।
তবে এই দুই ক্রিকেটারই আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা পাননি। ঠিক কী কারণে নেই, সেটার স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে টিম ম্যানেজম্যান্টের চাওয়াতেই দলে পরিবর্তন এনেছেন নির্বাচকরা। পরীক্ষা-নীরিক্ষা চালাতে চায় দল। যার জন্যই মূলত জায়গা হয়নি দুই ক্রিকেটারের। তবে চোখে চোখে রাখা হবে বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বাদ পড়াদের নিয়ে নান্নু বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু খেলোয়াড়কে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’
সিলেটে ওয়ানডে সিরিজ শেষেই চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। সেখানেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে কুড়ি ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, জাকের আলি অনিক ও রিশাদ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post