স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক হালি গোল হজম করে মাঠ ছাড়তে হলো কিলিয়ান এমবাপেদের পিএসজিকে। নিউক্যাসল গুণে গুণে চারটি গোল দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নদেরা। ৪-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিগ ওয়ানের দলটিকে।
‘এফ’ গ্রুপে খেলা পিএসজির এটি প্রথম হার। নিজেদের প্রথম ম্যাচে জিতেছিলো দলটি। দ্বিতীয় ম্যাচে নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হলো তারা। এক জয় ও এক ‘ড্র’য়ে টেবিল টপার দল এখন নিউক্যাসল।
প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে পিএসজির জন্য রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠে ছিলো নিউ ক্যাসল। কিলিয়ান এমবাপের মতো বড় তারকাও যেনো ছিলেন অসহায়। ম্যাচের ১৭তম মিনিটেই আলমোরিনের গোলে লিড নেয় নিউক্যাসল।
১-০ গোলে এগিয়ে থাকা দলকে প্রথমার্ধেই আরো এগিয়ে দেন ড্যান বার্ন। ম্যাচের ৩৯তম মিনিটে তার গোলেই ২-০ এগিয়ে যায় নিউক্যাসল। পিছিয়ে পড়া পিএসজি প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। বিরতিতে যেতে হয় পিছিয়ে থেকেই।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে নিউক্যাসল। দ্রুত লিডও বাড়ায় দলটি। ম্যাচের ৫০তম মিনিটেই শন লংস্টাফ ব্যবধান ৩-০ করে ফেলেন। বড় ব্যবধানে পিছিয়ে পড়া পিএসজি এরপরই ব্যবধান কমায়। ম্যাচের ৫৬তম মিনিটে গোল করে লুকাস হার্নান্দেজ। ম্যাচের স্কোর লাইন হয় ৩-১।
তবে ফরাসি চ্যাম্পিয়নদের শেষ রক্ষা হয়নি। ম্যাচের অন্তিম সময়ে তাদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন ফ্যাবিয়ান শার। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার করা গোলে নিউক্যাসলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post