স্পোর্টস ডেস্কঃ চল্লিশের কোটা পার হয়েছে বয়স। তবুও থামেননি জেমস অ্যান্ডারসন। এই ইংলিশ কিংবদন্তী এখনও ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন। শুধু চালিয়ে যাচ্ছেন বললে ভুল হবে, দাঁপিয়ে বেড়াচ্ছেন। টেস্ট ক্রিকেটে যেভাবে খেলছেন তিনি, অনেক তরুণ পেসারও পাত্তা পাবেন না জিমির কাছে।
৪১ বছর বয়সী এই পেসারের পারফরম্যান্সে অবশ্য সাম্প্রতিক সময়ে খানিকটা ভাঁটা পড়েছে। চলমান অ্যাশেজ সিরিজে বেশ রঙহীন অ্যান্ডারসন। সিরিজে তিন ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন। চলমান পঞ্চম ও শেষ টেস্টে আরও এক উইকেট পেয়েছেন।
পারফরম্যান্স বিবর্ণ থাকায় অ্যান্ডারসনের একাদশে থাকা নিয়ে প্রশ্ন ওঠেছে। একইসাথে সামনে এসেছে অবসর ইস্যুও। তবে সর্বকালের অন্যতম সেরা এই পেসার সাফ জানিয়েছে দিয়েছেন, এখনই অবসর নয়। আরও কিছু দেওয়ার বাকি আছে তার।
ওভাল টেস্ট চলাকালীন বিবিসিকে অ্যান্ডারসন বলেন, ‘অবসরের কথা যদি বলি, খুব শীঘ্রই এমন কিছুর প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি মনে করি, এখনও অনেক কিছু দেওয়ার আছে।’
টেস্টে ৬৯০ উইকেটের মালিক আরও বলেন, ‘বোলারদের বয়স ৩০ হলেই মানুষ জানতে চায়, আর কত দিন বাকি আছে। কিন্তু গেল ৩/৪ বছর আমি আমার সেরা সময়ের মতোই বল করেছি। আমার মনে হয় এখনও আমার নিয়ন্ত্রণ আছে, শরীর সায় দিচ্ছে, সামর্থ্যও আগের মতোই আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post