স্পোর্টস ডেস্কঃ বিশ্রামের মাধ্যমে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একে একে কয়েক সিরিজে বিশ্রাম বললেও, কার্যত দল থেকেই বাদ পড়েছেন এই অলরাউন্ডার। সবশেষ এশিয়া কাপের ১৭ সদস্যের দলে রাখা হয়নি এই তারকাকে।
আর এর মাধ্যমে অনেকেই মাহমুদউল্লাহ’র ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন। সামনে বিশ্বকাপ। আর সেই দলে মাহমুদউল্লাহর জায়গা নিয়ে সন্দিহান সবাই। তবে সেটি মানতে নারাজ বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করে মাহমুদউল্লাহ রিয়াদকে ফাইটার। ফিরে আসার জন্য লড়াই করবেন।
এই প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি এটা এখনই বলব না যে ওর শেষটা দেখছি। এখনও রিয়াদ একজন ভালো ফাইটার। আমি মনে করি দলের কম্বিনেশন বা যে কারণেই বাদ পড়ুক না কেন তাতে ভেঙে পড়ার কিছু নেই। এটা সত্যি কথা রিয়াদের বয়সও হচ্ছে। আমি এখনও বিশ্বাস করি রিয়াদ যেভাবে ফাইট করে চেষ্টা করে, তাতে শেষ হয়ে গেছে বলাটা ঠিক হবে না। সুযোগ আবার আসতেও পারে। রিয়াদ এখনও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। সুতরাং আমার মনে হয় রিয়াদ এখনও সেই স্পোর্টসম্যান স্পিরিটই রাখবে।’
বাংলাদেশ দলের সাবেক টিম ডিরেক্টর আরও বলেন, ‘নিজের সাথে লড়াই করবে এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই হবে। আমার মনে হয় এখনই অনেক তাড়াতাড়ি বলা হয়ে যাবে যে, রিয়াদ শেষ হয়ে গেছে। আপনি একজন ক্রিকেটার। রিয়াদ যতক্ষণ না পর্যন্ত বলছে ও শেষ করছে, ততক্ষন পর্যন্ত পাইপলাইনে সে অবশ্যই থাকবে। রিয়াদ বাংলাদেশে খেলার মতো যোগ্যতা অবশ্যই রাখে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post