নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের নবম আসরে শুরুটা দুর্দান্ত করলেন রনি তালুকদার। রংপুর রাইডার্সের হয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন। ৩১ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেছেন ৬৭ রানের ঝড়ো এক ইনিংস। মাত্র ১৯ বলে ফিফটি পূরণ করে, বিপিএলের ইতিহাসে বাংলাদেশি হিসেবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। আর সব মিলিয়ে তৃতীয় দ্রুততম ফিফটি ছিল এটি।
দারুণ ইনিংস খেলে সংবাদ সম্মেলনে আসেন রনি তালুকদার। সেখানে এই ওপেনার জানান, জাতীয় দলের আশা এখনও ছেড়ে দেননি। এখনও সময় আছে বলে মনে করেন ৩২ বছর বয়সী রনি। তবে এর জন্য ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে বলে জানান তিনি।
রনি বলেন, ‘আন্তর্জাতিক ভাবনা…এখনও আমাদের এতটা বয়স হয়ে যায়নি যে সেটা আর চিন্তা করব না (জাতীয় দলে ফেরা)। অবশ্যই আমি চিন্তা করি, আমার মাথায় আছে। সেই জায়গায় খেলতে হলে আমাকে আগে লিগগুলোতে ভালো খেলতে হবে। সেটা আমিও জানি, আপনারাও জানেন। চেষ্টা করছি এই লিগগুলো ভালো করে শেষ করতে পারার।
উল্লেখ্য, ২০১৪-১৫ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার এসেছিল রনির ব্যাটে। জাতীয় দলেও ডাক পান তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়। নিয়মিত ওপেনিং করা রনিকে সেদিন মাঠে নামানো হয় সাত নম্বরে। সেই ম্যাচে ২১ রান করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post