নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের ফাইনালের সময় সূচি বদল করেছে। নতুন সূচিতে এগিয়ে আনা হয়েছে বিপিএলের ফাইনাল। আগামিকাল শুক্রবার একাদশতম বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস।
মিরপুরের হোম অব ক্রিকেটে নতুন সূচিতে সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হবে। আগর সূচিতে ফাইনাল শুরুর সময় ছিলো ৭টায়। রাতে শিশিরের প্রভাবের কারণেই বিসিবি ম্যাচের শুরুর সময় সূচিতে পরিবর্তন এনেছে।
এদিকে ক্রিকেট বোর্ড এবারের বিপিএলের প্রাইজমানি ঘোষণা করেছে। তাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি বেড়েছে। বিসিবি ৫০ লাখ টাকা করে বাড়িয়েছে পুরস্কারের অর্থ। একই সাথে তৃতীয় ও চতুর্থ সেরা দলও পাবে প্রাইজমানি। এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা রান সংগ্রাহক, সেরা উইকেটশিকারি, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যও রাখা হয়েছে বিশাল অর্থ।
বিসিবি জানিয়েছে, এবারের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবা আড়াই কোটি টাকা। যা গত বছর ছিলো দুই কোটি টাকা। রানার্সআপ দল পাবে দেড় কোটি টাকা। যা আগের আসরে ছিলো এক কোটি টাকা। বিপিএলের তৃতীয় সেরা দল ৬০ লাখ টাকা। খুলনা টাইগার্স পাচ্ছে এই অর্থ। চতুর্থ হওয়া রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা।
সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। তামিম ইকবাল, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেনদের কোনো একজনের হাতে উঠবে এই অর্থ। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ জেতা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা।
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারিও পাবেন ৫ লাখ টাকা করে। সেরা ব্যাটারের দৌড়ে আছেন নাঈম। ১৪ ইনিংসে ৪২.৪৮ গড়ে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম। বাকিদের পক্ষে তাকে টপকানো সম্ভব নয়। সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার উঠতে পারে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদের হাতে। ১২ ইনিংসে তিনি নিয়েছেন ২৫ উইকেট। তাকে টপকে শীর্ষে যেতে হলে ফাইনালে ৬ উইকেট নিতে হবে নিকটপ্রতিদ্বন্দ্বী খালেদ আহমেদকে।
বিপিএলের সেরা উদীয়মান ও সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা করে অর্থ পুরস্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০