স্পোর্টস ডেস্কঃ উয়েফা ইউরোপা লিগে সেভিয়া জিতল সপ্তম শিরোপা। গত রাতে রোমার স্বপ্ন ভেঙে শিরোপা উৎসব করেছে স্প্যানিশ ক্লাবটি। ১২০ মিনিটের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়লেও টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারল না হোসে মরিনহোর রোমা।
ফাইনালে হারের পদকটা মরিনহো ছুড়ে মেরেছেন হাঙ্গেরির পুসকাস অ্যারেনার গ্যালারিতে এক খুদে রোমা সমর্থকের প্রতি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাইনালে বিটি স্পোর্টে বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন এভারটন ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার ডন হাচিনসন।
বুধবার রাতের ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়। টাইব্রেকারে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর অসাধারণ সেভ করে নায়ক বনে যান তাদের গোলরক্ষক ইয়াসিন বোনো।
পদক ছুড়ে দেওয়ার পর মরিনহো বলেন, “হ্যাঁ, এটাই আমি করেছি। সিলভার মেডেলের কোনো প্রয়োজন নেই আমার। এটি আমি চাই না। রানার্স আপ পদক নিজের কাছে রাখি না। এজন্যই দিয়ে দিয়েছি। শারীরিকভাবে আমরা অবসন্ন, মানসিকভাবে নিঃশেষিত। আমাদের মৃতপ্রায় লাগছে, কারণ বিতর্কিত অনেক ঘটনার পর শেষ পর্যন্ত এই পরাজয় আমাদের কাছে অন্যায্য মনে হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post