স্পোর্টস ডেস্কঃ লম্বা ক্যারিয়ারকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন। ২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে সাদা জার্সি গায়ে জড়ানোর পর এই ফরম্যাটে গত ২১ বছর দাপিয়ে বেরিয়েছেন এই তারকা। অবশেষে পর্দা নামল অ্যান্ডারসনের সেই সুইং জাদু প্রদর্শনীর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইংলিশ তারকা।
সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনের সাথে বিদায় ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘আজকের সকালটা অবশ্যই বেশ আবেগময় ছিল। দুই দল সারিবদ্ধ দাঁড়িয়েছে আমার জন্য, দর্শকদের প্রতিক্রিয়া, সবকিছুই ছিল স্পেশাল। হ্যাঁ, এখনও চেষ্টা করছি আটকে রাখতে (চোখের পানি)। আমি স্রেফ গর্বিত যে, ২০ বছরের বেশি সময় ধরে খেলে গেছি। অবিশ্বাস্য অর্জন এটি, বিশেষ করে একজন ফাস্ট বোলারের জন্য।’
অ্যান্ডারসন আরও বলেন, ‘অসাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে ক্যারিয়ারজুড়ে খেলতে পারাটা দারুণ সৌভাগ্যের। খেলাটির ইতিহাসের সেরাদের কজন। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, মানুষ হিসেবে ওরা দারুণ এবং আজীবনের কিছু বন্ধু পেয়েছি। এই খেলাটি বিশেষ কিছু। আমার মনে হয় না, অন্য কোনো খেলায় এরকম বন্ধুত্ব, এমন আবহ থাকে। আমার ভেতরের একটি অংশ একটু ইর্ষান্বিত যে, এই ছেলেরা আগামী কয়েক বছর সেই স্বাদটা পাবে। তরুণ একটি দল এটি, দুর্দান্ত সব প্রতিভা আছে এবং ওদের জন্য আমার পরামর্শ হলো, প্রতিটি মুহূর্ত উপভোগ করা, কারণ এই ভ্রমণ অসাধারণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post