স্পোর্টস ডেস্কঃ টানা দ্বিতীয়বার এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। গত রাতে চেলসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের ৮৪ মিনিটে সিটির জয়ের গোলটি করেন বের্নার্দো সিলভা। টানা দ্বিতীয় শিরোপা জিততে আর একটি বাধা সিটির সামনে। রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটির ম্যাচ শেষে তাদের ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হবে। শিরোপার লড়াই হবে আগামী ২৫ মে।
প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। এদিন অবশ্য আর্লিং হালান্ডকে ছাড়াই খেলতে নেমেছিল সিটি। কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল ৩টি। তবে সেগুলো জাল খুঁজে পায়নি। যেখানে বড় সুযোগ আসে ২৯ মিনিটে। চেলসির সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন সিটি গোলকিপার স্তেফান ওরতেগাকে একা পেলেও শট টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। তাতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ব্লুদের ওপর চাপ তৈরির চেষ্টা করে সিটি। কিন্তু গোছালো আক্রমণের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে ডেডলক ভাঙে ৮৪ মিনিটে। চেলসি গোলকিপার জোর্জে পেত্রোভিচ কেভিন ডি ব্রুইনার শট ফিরিয়ে দিলেও সিলভা বা পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। এই গোলই সিটিকে নিয়ে যায় ফাইনালের মঞ্চে। গত বছর এফএ কাপের ট্রফি জেতা ম্যান সিটি এ নিয়ে তৃতীয়বার টানা দুই বছর ফাইনালে উঠল। আগের দুটি ছিল ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ সালে
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post