নিজস্ব প্রতিবেদক:: দল গঠনে সিলেট স্ট্রাইকার্সের নজর থাকে সিলেটীতেই। আগের দুই আসরে সিলেটের স্থানীয় ক্রিকেটারদের গুরুত্ব দিয়ে দল গঠন করেছে স্ট্রাইকার্সরা। এবারের বিপিএলের ব্যতিক্রম নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজটি আসছে বিপিএলের জন্যও দল গঠন করছে সিলেটীতেই ভরসা করে।
দল গুছানোর শুরুতেই পাওয়া সুযোগ সিলেটীদেরই দলে নিয়েছে স্ট্রাইকার্সরা। পুরনোদের মধ্যে স্ট্রাইকার্সরা ধরে রেখেছে সিলেটের তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। ছাড়েনি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানকেও। সিলেটের ওসমানীনগরের এই দুই ক্রিকেটারকে ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স।
শুধু পুরনোদের ধরে রাখায় নয়, সরাসরি চুক্তিতে সিলেটী ক্রিকেটারকে দলে নিয়েছে স্ট্রাইকার্সরা। আগামি আসরের জন্য সরাসরি চুক্তিতে সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে বিভাগের হবিগঞ্জ জেলার তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনীককে। সিলেটেই তিন ক্রিকেটারই জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন। আগামি আসরের জন্য সিলেটের ক্রিকেটার উপরই ভরসা করেছে স্ট্রাইকার্সরা।
কিছুক্ষণ পরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট। বিপিএল গর্ভনিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে সিলেট স্ট্রাইকার্স দু’জন পুরনো ক্রিকেটারকে ধরে রেখেছে। সরাসরি চুক্তি করেছে একজনের সাথে। জাকির হাসান, তানজিম হাসান সাকিব ও জাকির আলী অনীককে নিয়ে সিলেটীতেই থাকলো স্ট্রাইকার্সরা।
চার পুরনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিন তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হবে এবারের বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে মেতে উঠতে প্রস্তুুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজেদের দল গুছিয়ে নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। বড় মানের বিদেশী তারকা না নিলেও দেশীয় তারকাদের নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছে।
বিপিএল গর্ভনিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজি দু’জন করে পুরনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। আর সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে একজন করে ক্রিকেটাররা। এই সুযোগ কাজে লাগিয়েছে পুরনো চার ফ্র্যাঞ্চাইজি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দেশী ক্রিকেটারদের মধ্য থেকে দু’জন করে ধরে রেখেছে। সরাসরি চুক্তি করেছে একজন করে ক্রিকেটারের সাথে।
নতুনদেরও সুযোগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের গভর্নিং কাউন্সিল। নিয়ম অনুযায়ী নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার্স ড্রাফটের আগে দু’জন করে ক্রিকেটারকে দলে নিতে পারবে সরাসরি চুক্তিতে। ফ্র্যাঞ্চাইজিগুলো এই সুযোগ কাজে লাগিয়েছে। ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস দু’জন করে দেশী তারকাকে দলে ভিড়িয়েছে প্লেয়ার্স ড্রাফটের।
এবারের বিপিএলে ফিরেছে রাজশাহী। দুর্বার রাজশাহী নামে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে বাদ পড়েছে বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী আ.হ.ফ.ম মোস্তফা কামালের পরিবারের অধীনে ছিলো কুমিল্লা। সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর পরিবার দেশ ছেড়েছেন। কুমিল্লার মালিক তার মেয়ে নাফিসা কামালও দেশে নেই। ফলে এবারের বিপিএলেও নেই কুমিল্লা।
দলগুলোর অবস্থান কেমন তা এক নজরে দেখা যাক…
ফরচুন বরিশাল পুরনো খেলোয়াড়দের মধ্যে রিটেইন করেছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাহওীদ হৃদয়। রংপুর রাইডার্স ধরে রেখেছে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে। সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। খুলনা টাইগার্স ধরে রেখেছে নাসুম আহমদ ও আফিফ হোসেন ধ্রুবকে। সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। সিলেট স্ট্রাইকার্স পুরনোদের মধ্যে রেখেছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাকের আলী অণীককে।
নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমকে। দুর্বার রাজশাহী সরাসরি চুক্তি করেছে এনামুল হক বিজয় ও জিসান আলমের সাথে। চট্টগ্রাম কিংস দলে নিয়েছে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। এছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দ মতো বিদেশী ক্রিকেটারও সরাসরি চুক্তিতে দলে নিতে পারছে।
ছয়টি ক্যাটাগরিতে মোট ১৯৮ স্থানীয় ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ। সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ১০ লাখ। এর বাইরে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম আছে প্লেয়ার্স ড্রাফটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০