স্পোর্টস ডেস্কঃ ইনজুরি থেকে এখনও সেরে উঠেননি যশপ্রীত বুমরাহ। পিঠের চোটে ভুগছেন এই তারকা পেসার। দীর্ঘদিন ধরেই খেলার বাইরে আছেন বুমরাহ। এবার সামনের দিনগুলোতেও অনিশ্চিয়তা দেখা দিচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে অনিশ্চিত বুমরাহ। শুধুমাত্র তাই নয়, জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে ভারতের। আর সেখানেও অনিশ্চিত এই পেসার।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, এখনও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বুমরাহ। খেলায় ফিরতে আরও সময় লাগতে পারে। ইতিমধ্যেই পাঁচ মাস ধরে বাইরে আছেন খেলার। সেই সময়টা বাড়তে পারে। তবে চলতি বছর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন বুমরাহ ও ভারতীয় ক্রিকেট বোর্ড।
সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন বুমরাহ। এরপর আর মাঠে দেখা যায়নি এই পেসারকে। মিস করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। এবার আইপিএলের মতো আসরেও অনিশ্চিয়তা। তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য যা কিনা বড় দুঃসংবাদ। তবে বুমরাহকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post