নিজস্ব প্রতিবেদক:: প্রথম দুই টি-২০ ম্যাচে দারুণ ব্যাটিং করা লিটন দাস তৃতীয় টি-২০ ম্যাচে ফিরেছেন দ্রুতই। বাংলাদেশ দল আগের দুই ম্যাচের মতো দারুণ উদ্বোধনী জুটি পেলো না। ৯ রান স্থায়ী হয়েছে লিটন-রনির উদ্বোধনী জুটি। লিটনের বিদায়ের পর শান্তও ফিরেছেন দ্রুত।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। চার বলে এক চারে ৫ রান করেছেন তিনি। তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফিরেছেন শান্ত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩ ওভারে দুই উইকেটে ১৮ রান তুলেছে। ৯ রনি তালুকদার অপরাজিত আছেন। শুন্য রানে তার সঙ্গী সাকিব আল হাসান।
টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড দল। টানা দুই ম্যাচে টস হারার পর অবশেষে টস জিতলেন টাইগার অধিনায়ক সাকিব।
এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে রিশাদ হোসেন ও শরিফুলকে। এর মধ্যে শরিফুল দীর্ঘদিন পর আবারও একাদশে ফিরলেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি। চলতি বছর এই প্রথমবার মাঠে নামছেন।
আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে রিশাদের। এই তরুণ লেগ স্পিনারকে দিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। আইরিশ সিরিজের শুরুতেই মিলেছিল আভাস। অবশেষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক করানো হলো রিশাদকে। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ক্যাপ সাকিব আল হাসানের কাছ থেকে পেয়েছেন রিশাদ।
এদিকে এক পরিবর্তন এনেছে আইরিশরা। গ্রাহাম হিউম বাদ পড়েছেন একাদশ থেকে। তার পরিবর্তে একাদশে এসেছেন ম্যাট হামফ্রেইস।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডেলানি, ফিওন হ্যান্ড, ম্যাট হামফ্রেইস ও বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post