স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা। জুনে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দলই দিয়েছে প্রোটিয়ারা। এইডেন মার্করামের নেতৃত্বে প্রত্যাশিত সব তারকাদেরই দেখা মিলেছে। ১৫ সদস্যের বাইরে দুইজন রিজার্ভ ক্রিকেটারও রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এস টোয়েন্টিতে পারফর্ম করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন রায়ান রিকেলটন এবং ওটনীল বার্টম্যান। এছাড়া ইনজুরি কাটিয়ে উঠা অ্যানরিখ নরকিয়া আছেন বিশ্বকাপের দলে। এর বাইরে হেনরিখ ক্লাসেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডেভিড মিলাররা প্রত্যাশিতভাবেই আছেন দলে। তবে জায়গা হয়নি লুঙ্গি এনগিডির। যদিও রিজার্ভ হিসেবে থাকবেন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনীল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, ফরচুন বি’জন, রেজা হেনড্রিকস, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি ও ত্রিস্টান স্টাবস।
ট্র্যাভেল রিজার্ভ- লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post