স্পোর্টস ডেস্কঃ নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসরা এবার হারিয়েছে শ্রীলঙ্কাকে। ৯ রানের জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো দিশা বিশ্বাসের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানেই থেমেছে লঙ্কান মেয়েরা। অধিনায়ক ভিষ্মি গুনারত্নে ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও, দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তার সেই ইনিংস সাজানো ছিল ৫৪ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়। এর বাইরে দেওমি বিহঙ্গ ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৫৫ রানের ইনিংস।
এই দুজনের তৃতীয় উইকেটে ৯৬ রানের জুটিতেই লড়াই করতে পারে শ্রীলঙ্কা। শেষ দিকে ৩ বলে তিন বাউন্ডারিতে ১২ রানের ক্যামিও খেললেও দলকে জেতাতে পারেননি দুলাঙ্গে দিশানায়েকে। অনেকটা কাছে গিয়েই দেখতে হয় হার।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন মারুফা আক্তার। ১ উইকেট নিলেও, ৪ ওভারে ৪৪ রান খরচ করেন দিশা বিশ্বাস।
এর আগে বেনোনিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। ৭৫ রানের উদ্বোধনী জুটি আসে আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহার ব্যাট থেকে। ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলে প্রত্যাশা ফিরলে ভাঙে সেই জুটি। দ্রুতই বিদায় নেন ধীর গতিতে খেলতে থাকা মিষ্টি। তিনি রান আউটে কাঁটা পড়ার আগে ২৪ বলে করেন ১৪ রান।
ইনিংসের বাকি কাজটা করেন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনে মিলে অবিচ্ছিন্ন ৫১ বলে ৮৬ রানের ঝড়ো এক জুটি গড়েন। আর সেই জুটিতেই বড় পুঁজি পায় বাংলাদেশ। ২৮ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫০ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন স্বর্ণা। আর দিলারা ২৭ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৩৬ রান।
শ্রীলঙ্কার হয়ে রেশমি নেত্রঞ্জলি ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post