স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের বিপক্ষে জার্মানির সাত গোলের ম্যাচটি এখনো মনে আছে সমর্থকদের। এবার হ্যারি কেইন-সাকাদের ইংল্যান্ডও সাত গোলের ম্যাচ দেখালো সমর্থকদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে উত্তর মেসিডোনিয়াকে নিয়ে রীতিমতো গোল উৎসব করেছে ইংলিশরা।
এক তরফা ম্যাচে সাকা, র্যাশফোর্ড, হ্যারি কেইনরা গুণে গুণে সাত গোল দিয়েছেন উত্তর মেসিডোনিয়াকে। ৭-০ গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে গ্রুপের তিন ম্যাচের তিনটিতেই জিতলো ইংলিশরা। সমর্থকেরা আবারো দেখলেন সাত গোলের গোলের ম্যাচ।
যদিও ইংলিশদের ম্যাচটি বিশ্বকাপের নয়, প্রতিপক্ষও অতো বড় দল নয়। তবুও আন্তর্জাতিক ফুটবলে এমন ম্যাচ খুব একটা দেখা যায় না। প্রতিপক্ষের জালে সাত বার বল পাঠিয়েছে ইংলিশরা। অথচ উত্তর মেসিডোনিয়া একবারের জন্যও বল পাঠাতে পারেনি ইংলিশদের জালে।
এক তরফা ম্যাচে ইংলিশদের আক্রমণ ঠেকাতেই হিমশিম খেয়েছে প্রতিপক্ষরা। সাত গোলের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন বুকাইয়া সাকা, জোড়া গোল করেছেন হ্যারি কেইন, মার্কোস র্যাশফোর্ড ও কেলভিন ফিলিপসও করেছেন একটি করে গোল।
ম্যাচের ২৯তম মিনিটে গোল উৎসের শুরুটা করেন হ্যারি কেইন। এরপর নিজে জোড়া গোল পূর্ণ করেছেন ৭৩তম মিনিটে। সাকা হ্যাটট্রিকের শুরুটা করেছেন ৩৮তম মিনিটে, ৪৭তম মিনিটে করেছেন দ্বিতীয় গোল, হ্যাটট্রিক পূর্ণ করেন ৫১ তম। ৪৫তম মিনিটে মার্কোস র্যাশফোর্ড নিজের গোলটি করেন, ফিলিপস ৬৪তম মিনিটের গোলের খাতায় নিজেকে তুলেন। তাতেই ৭-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ইংলিশদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post