স্পোর্টস ডেস্ক:: এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। ঈদের পর দেশের বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরিবার। আপাতত পরিবারের সঙ্গে বাসায় ঈদ করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এদিকে তামিম ইকবাল ধুমপান করেন, তাকে ধুমপান ছাড়তে বলা হয়েছে। তিনি ভেপ ব্যবহার করতে চান, গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা এভারকেয়ার হাসপাতালের সেই দুই চিকিৎসক ক্ষমতা চেয়েছেন। রোগীর ব্যক্তিগত তথ্য গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের ভুল বুঝতে পেরেছেন তারা।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক সাহাবউদ্দীন তালুকদার ও আরিফ রহমান। দু’জনেই সিনিয়র এবং অভিজ্ঞ চিকিৎসক। তারা সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, তামিম ধূমপান করেন। হাসপাতালেও ধুমান করার অনুমতি চেয়েছেন তিনি।
দেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমানের মতো চিকিৎসক গণমাধ্যমে রোগীর ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ায় সমালোচনা শুরু হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। চিকিৎসকরা এই চিকিৎসকের এমন কাণ্ডের কড়া সমালোচনা করেন।
সমালোচনার মুখে পড়ে এই দুই চিকিৎসক ক্ষমা চেয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা ক্ষমা চান। প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও আরিফ রহমান দুঃখ প্রকাশ করেন এমন ঘটনার জন্য। প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার বলেন, ‘তামিমের শারিরীক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ধূমপানের প্রসঙ্গ চলে আসে। ধূমপান যে হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা জানাতে গিয়ে ভুলবশত তামিমকে সম্পৃক্ত করার জন্য দুঃখিত। আমি আসলে ধূমপানটা হৃদরোগীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বলে বোঝাতে গিয়ে তামিমকে জড়িয়ে ফেলেছিলাম। সেজন্য দুঃখিত।
হাসপাতালটির ডিরেক্টর আরিফ রহমান বলেন, ‘ধূমপানের বিষয়টি সামনে এনে আমরা বুঝতে পেরেছি, দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক জীবন ও গোটা ক্যারিয়ারের জন্য একটা নেতিবাচক বার্তা দিয়েছে। বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। আমি ও স্যার সাহাবউদ্দীন তালুকদার আন্তরিকভাবে দুঃখিত। আমরা তামিম ভাই এবং তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যেন দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন।’
এদিকে তামিম ইকবাল আগ থেকে কিছুটা সুস্থ অনুভব করায় শুক্রবার দুপুরে বাসায় ফিরেন তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে রাজধানীর বনানী ডিওএইচএসে নিজ বাসায় অবস্থান করছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০