স্পোর্টস ডেস্ক:: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারফাইনালে কিলিয়ান এমবাপেদের ফ্রান্স। দিদিয়ে দেশমের দলকে শেষ আটে পৌঁছে দিয়ে বাড়ির পথ ধরেছে বেলজিয়াম। নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে দলটি।
তারকা বহুল ফ্রান্স আক্রমণের পর আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। প্রতিপক্ষের উপহার দেওয়া আত্মঘাতী গোলে শেষ আটে পৌঁছে গেছে দলটি।
ভাগ্যের সহায়তায় ইউরো চ্যাম্পিয়নশিপের সেমির লড়াইয়ে পৌঁছে ফরাসিরাও নিজেদের মেলে ধরতে পারেনি। অবিশ্বাস্যকর হলেও সত্য ‘ওপেন প্লে’ থেকে এখনো কোনো গোল করতে পারেনি তারা। দিদিয়ে দেশের দলটি একটি মাত্র গোল করেছে। সেটিও পেনাল্টি থেকে।
বেলজিয়ামের বিপক্ষে জিতেছে দলটির আত্মঘাতী গোলের কারণেই। শক্তিশালী ফ্রান্সকে প্রায় রুখেই দিয়ে ছিলো বেলজিয়াম। শেষ মূহুর্তে গিয়ে নিজেরা নিজেদের সর্বনাশ করে বসে। ম্যাচের অন্তিম সময়ে, ৮৫তম মিনিটে ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন নিজেদের জালেই বল জড়ান।
পুরো ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়া ফ্রান্স আত্মঘাতী গোলে ১-০ লিড নেয়। শেষের বাকী সময়ে বেলজিয়াম আর গোল শোধ দিতে পারেনি। বাড়ির পথ ধরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post