স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্টেড রেঁনেকে ১-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জয়ের একেবারে কাছাকাছি চলে গেছে পিএসজি। পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে, তবে তার গোলেই শেষ পর্যন্ত জিতেছে পিএসজি।
ম্যাচের ৩৭ মিনিটে নিজেদের বক্সে এমবাপেকে ফাউল করে পেনাল্টি হজম করেন প্রতিপক্ষের সেন্টারব্যাক ওয়ার্মড ওমারি। কিন্তু পেনাল্টি থেকে এমবাপের শট রুখে দেন রেঁনের ফরাসি গোলকিপার। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এমবাপে। যদিও শেষ পর্যন্ত এই ফরোয়ার্ডের গোলেই ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল।
ম্যাচশেষে পিএসজি কোচ এনরিকে প্রতিপক্ষ গোলকিপারকে কৃতিত্ব দিলেন জয়ের ব্যবধান আরও বেশি না হওয়ার জন্য। তিনি বলেন, ‘প্রথমার্ধ কঠিন ছিল আমাদের জন্য, তবে ম্যাচজুড়ে পুরোপুরি দাপট ছিল আমাদের। রেনে খুব ভালো খেলেছে। প্রথমার্ধে আমাদের খেলায় গতি ছিল অনেক এবং দ্বিতীয়ার্ধে আমাদের সুযোগ ছিল গোলের ব্যবধান বাড়ানোর। তবে মাদাদা দারুণ খেলে আমাদের আটকে রেখেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post