স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি। রোববার (১৭ মার্চ) রাতে মঁনপেলিয়ের বিপক্ষে ৬-২ গোলে জয় পেয়েছে তারা। কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করেছেন আজ। এই ম্যাচে পিএসজির জার্সিতে ২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই ফ্রেঞ্চ তারকা। এদিকে এমবাপের হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল পেয়েছেন নুনু মেন্ডিস, কাং-ইন ও ভিতিনহা। মঁনপেলিয়ের হয়ে গোল পেয়েছেন আরনাউড নর্ডিন ও তেজি সাভানিয়ার।
ম্যাচের ১৪ মিনিটে ভিতিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ২২তম মিনিটে সতীর্থের পাস পেয়ে দুরূহ কোণ থেকে গোলটি করেন তিনি।আট মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেন ফরাসি ফরোয়ার্ড নর্ডিন। বিরতির আগে সমতাসূচক গোলের দেখাও পায় স্বাগতিকরা; গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সেভেনিয়ের।
তবে দ্বিতীয়ার্ধে আর কেনো প্রতিরোধই গড়তে পারেনি মঁনপেলিয়ে। ৫০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলকে ফের এগিয়ে নেন এমবাপে। ৫৩তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইনও বক্সের বাইরে থেকে ঠিকানা খুঁজে নেন। ৬৩তম মিনিটে ভিতিনহার পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। চলতি লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। আর নির্ধারিত সময় শেষের আগের মিনিটে প্রতিপক্ষের জালে শেষ গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার মেন্ডিস। দারুণ এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে ১৭ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৫৯। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রেস্ত। ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মঁনপেলিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post