স্পোর্টস ডেস্কঃ অবশেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। কিলিয়ান এমবাপে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্যানিশ জায়ান্টরা এমবাপেকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে।
২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপের পর থেকেই এমবাপের রিয়ালে যোগদানের ছিল গুঞ্জন। তবে প্রতি মৌসুমেই আলোচনার জোয়ার উঠলেও পিএসজিতেই থেকে গিয়েছিলেন ফরাসি তারকা। অবশেষে ছয় বছর পর লস ব্লাঙ্কোদের ডেরায় নাম লেখালেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এমবাপেকে চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। স্প্যানিশ পরাশক্তিদের সঙ্গে তার চুক্তি হয়েছে পাঁচ মৌসুমের জন্য।
এমবাপে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন। ফরাসি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। ক্লাবটির জার্সি গায়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল ও ১০৮টি অ্যাসিস্ট করেছেন এই তারকা। ফ্রান্সে মোট সাতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন এমবাপে। এছাড়া চারবার ফ্রেঞ্চ কাপ, দুইবার লিগ কাপ, তিনবার ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন তিনি। তবে সময়ের সেরা লিওনেল মেসি-নেইমার জুনিয়রের সাথে খেলেও পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে পারেন নি এমবাপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post