স্পোর্টস ডেস্কঃ পিএসজি ছাড়ার সময় হয়েছে কিলিয়ান এমবাপের। ফরাসি চ্যাম্পিয়নদের সাবেক ক্রীড়া পরিচালক লিওনার্দোর বিশ্বাস, এই তারকা ফরোয়ার্ড ক্লাব ছাড়লে তাতে উপকৃত হবে পিএসজি। এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। তিনি মনে করেন, এমবাপেকে ছাড়াও এগিয়ে যাবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
গত মাসে এমবাপে পিএসজির সাথে চুক্তি না বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী বছর পিএসজির সাথে তাঁর বর্তমান চুক্তি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একইসাথে জানিয়ে দিয়েছেন শেষ বছরেও তিনি প্যারিসেই থাকতে চান। তবে ক্লাব এবারের ট্রান্সফার উইন্ডোতে তাঁকে ছেড়ে দিতে পারে। আর তা না হলে আগামী মৌসুমে চুক্তি শেষ হয়ে গেলে এমনিতেই এমবাপেকে হারাবে পিএসজি।
তাই ক্লাবটির সাবেক পরিচালক লিওনার্দো জানান, এখনই ক্লাব ছাড়া উচিত এমবাপের। গত সোমবার ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপে-কে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যাই হোক না কোনো, পিএসজির ভালোর জন্যই এমবাপের চলে যাওয়ার সময় হয়েছে। এমবাপে আসার আগেও পিএসজি ছিল এবং তাকে ছাড়াও টিকে থাকবে। ছয় বছর ধরে সে ক্লাবে আছে এবং এই সময়ে এমবাপেকে ছাড়াই পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।’
২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। তারপর থেকে নিজেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত করে তুলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর পিএসজিকে রেকর্ড ১১তম ফরাসি লিগ শিরোপা উপহার দেন। গত মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই ফ্রেঞ্চ তারকা। সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে করেছেন ৪১ গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post