স্পোর্টস ডেস্কঃ লা লিগায় এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতের ম্যাচে রিয়ালের জয়ের নায়ক বদলি হিসেবে নামা ভিনিসিউস জুনিয়র। গোল করেছেন, গোল করিয়েছেন তিনি। ঘরের মাঠে থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান দানি কারভাহাল। রদ্রিগোর দলকে এগিয়ে নেওয়া গোলে অবদান রাখার পর ব্যবধান বাড়ান ভিনি। পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আরেক তারকা কিলিয়ান এমবাপে।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস–এমবাপেদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি, দলীয় সমন্বয় ভালো ছিল মাঠে। যদিও কার্যকর হচ্ছিল না একটা সময় পর্যন্ত, তবে আমরা চেষ্টা করে গেছি। আমার মনে হয়, ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল। এস্পানিওলের গোলের পর খেলোয়াড়েরা ভালোই জবাব দিয়েছে। আমরা অনেক ভালো খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। আমি আনন্দিত।’
আনচেলত্তি আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে খেলা উন্মুক্ত হয়ে পড়ে… এই ব্যাপারটা আমাদের সঙ্গে খাপ খাইয়ে যায় দারুণভাবে। পিছিয়ে পড়ার পর আমরা ভালোভাবে সাড়া দিয়েছি এবং পরিপূর্ণ ম্যাচ খেলেছি। আগের ম্যাচগুলির চেয়ে আমরা ভালো খেলেছি এ দিন। ছন্দ ভালো ছিল, আরও বেশি সুযোগ তৈরি করেছি। ভালো ম্যাচ হয়েছে। আস্তে আস্তে আমরা সেরা চেহারায় ফিরছি। আমি খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০