স্পোর্টস ডেস্কঃ আজ থেকে পর্দা ওঠেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়ছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বোর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বড় পুঁজি পেয়েছে জাফনা কিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে দলটি।
এই ম্যাচ দিয়ে এলপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের। আর অভিষেকেই বাজিমাত করেছেন জাফনা কিংসের এই ক্রিকেটার। দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন। ৩৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে দলের ভরসা হয়ে রান বাড়ানোর মূল কাজ করেছেন এই তরুণ টাইগার। রান বাড়াতে গিয়ে ১৯তম ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
হৃদয় ছাড়া শেষ দিকে ১৪ রানের ছোট ক্যামিও খেলে রান বাড়িয়েছেন অধিনায়ক থিসারা পেরেরা। এছাড়া ২৫ রান এসেছে দুনিথ ওয়েলালাগের ব্যাট থেকে। তবে তার ২৩ বলের সেই ইনিংসটি ছিল ধীর গতির। এর বাইরে রহমানউল্লাহ গুরবাজ ও প্রিয়মল পেরেরা ২২ রান করে করেন।
কলম্বোর হয়ে এই ম্যাচে নাসিম শাহ বেশ খরুচে ছিলেন। ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট লাভ করেছেন মাথিশা পাথিরানা, চামিকা করুণারত্নে ও লক্ষণ সান্দাকান। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেছেন মোহাম্মদ নওয়াজ।
কলম্বো স্ট্রাইকার্স দলে আছেন শরিফুল ইসলাম। তবে শরিফুলের এই ম্যাচে খেলা হচ্ছে না। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহদের মতো তারকাদের ভিড়ে কলম্বোর একাদশে জায়গা হয়নি বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post