স্পোর্টস ডেস্কঃ পর্দা ওঠেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বোর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিত শুরু হয়েছে রাত ৮টায়।
এর আগে হওয়া টস জিতেছেন কলম্বো স্ট্রাইকার্স অধিনায়ক নিরোশান ডিকেওয়ালা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নেমেছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনা কিংস।
ম্যাচে দুই দলেই আছেন দুই বাংলাদেশি। এর মধ্যে কলম্বোতে আছেন শরিফুল ইসলাম। আর জাফনাতে আছেন তাওহীদ হৃদয়। তবে শরিফুলের এই ম্যাচে খেলা হচ্ছে না। কলম্বোর একাদশে জায়গা হয়নি এই বাঁহাতি পেসারের। তবে জাফনার একাদশে ঠিকই জায়গা হয়েছে আরেক বাংলাদেশি হৃদয়ের। দুজনই এবারই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছেন।
কলম্বো স্ট্রাইকার্স একাদশ
নিরোশান ডিকেওয়ালা (অধিনায়ক), বাবর আজম, পাথুম নিশাঙ্কা, নুয়ান্দু ফার্নান্দো, মোহাম্মদ নওয়াজ, যশোদা লঙ্কা, চামিকা করুণারত্নে, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, নাসিম শাহ ও মাথিশা পাথিরানা।
জাফনা কিংস একাদশ
থিসারা পেরেরা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নিশান মধুশঙ্কা, চারিথ আসালঙ্কা, প্রিয়মল পেরেরা, তাওহীদ হৃদয়, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, বিজয়কান্ত বিয়াসকান্ত, দিলশান মধুশঙ্কা ও হার্ডুস ভিলজোন।
Discussion about this post