স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি মাতিয়ে সাকিব আল হাসান এখন শ্রীলঙ্কায়। রোববার থেকে শুরু হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটান্সের জার্সিতে খেলছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। আসরের দ্বিতীয় দিনে (সোমবার) গল মাঠে নেমেছে ডাম্বুল অরার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচের টস ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টস হেরে আগে ব্যাট করবে সাকিবের গল। দলটির নেতৃত্বে রয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক দাসুন শানাকা। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পেয়েছেন ভানুকা রাজাপাকসে, তাবরিজ শামসি, লাহিরু কুমারাদের মত তারকাকে।
সাকিব চলমান গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলছিলেন। চুক্তি অনুযায়ী ম্যাচ খেলে তিনি পাড়ি জমান শ্রীলঙ্কায়। কানাডায় দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। মন্ট্রিয়লের হয়ে ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড়ে করেন ১০২ রান। স্ট্রাইকরেটও আকর্ষণীয়, ১৫৪.৫৫। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
গল একাদশঃ শেভন ড্যানিয়েল, লাসিথ ক্রুসপুলে, ভানুকা রাজাপাকসে, টিম সেইফার্ট, সাকিব আল হাসান, দাসুন শানাকা, লাহিরু সামারাকুন, সিক্কুগে প্রসন্ন, বিশ্ব ফার্নান্দো, তাবরেজ শামসি ও কাসুন রাজিথা।
ডাম্বুলা একাদশঃ কুশাল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, কুসাল পেরেরা, সাদিরা সামারাউইক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যালেক্স রস, হেইডেন কের, বিনুরা ফার্নান্দো, শাহনওয়াজ দাহানি, প্রবীণ জয়াবিক্রমা ও রবিন্দু ফার্নান্দো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post