স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ ফুটবলে জমজমাট লড়াই মানেই ‘এল ক্লাসিকো’। ফুটবল দুনিয়ার বাড়তি উত্তেজনা, রোমাঞ্চকর এক ম্যাচ। মৌসুমের ‘এল ক্লাসিকো’ ম্যাচের আগে রীতিমতো উড়ছে বার্সেলোনা। ক্যাম্প ন্যু যেনো আগের যৌবন ফিরে পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে এবার হুমকি দিয়ে রাখলেন বার্সা তারকা লামিন ইয়ামালে।
হ্যান্সি ফ্লিকের দল দুর্দান্ত ফর্মে আছে। কাউকেই গোণায় ধরছে না। সেভিয়া ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই ম্যাচে নয় গোল করেছে বার্সা। সেভিয়ার জালে পাঁচ গোলের পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে দিয়েছে চার গোল। ‘এল ক্লাসিকো’র আগে বার্সার এমন পারফরম্যান্স রিয়ালের জন্য ভয় জাগানিয়া।
নুই ম্যাচে নয় গোলে বার্সা এখন দারুণ উজ্জীবিত। লামিন ইয়ামালে সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তিনি বলেন ‘এল ক্লাসিকো? ম্যাচের আগে আমরা খুবই আত্মবিশ্বাসী হয়ে আছি। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বের সেরা দল (ক্লাব)। আশা করি, মাঠেও সেটা প্রমাণ করবো। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়বো। সেরা দলটাই জিতবে।’
বায়ার্নকে হারানোর পর ইয়ামালে বলেন, ‘এই সপ্তাহে বায়ার্নকে ৪-১ গোলে হারানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মৌসুমে আমরা খুব ভালো করছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এলেই সবসময় ভুলভাল হয়ে যায়। আমরা একটা চমৎকার দল। সেটা আমরাও আবারও দেখালাম।’
লিগের টেবিল টপার বার্সা। ১০ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে দলটি। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৩। এল ক্লাসিকোয় এই পয়েন্টের ব্যবধান ঘুচে যেতে পারে কিংবা বার্সেলোনা আরও এক কদম এগিয়ে যেতে পারে। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লা অনুষ্টিত হবে এল ক্লাসিকো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০