স্পোর্টস ডেস্কঃ আগেরবার অনেক শক্তিশালী দল পেলেও, এবার তুলনামুলক সহজ গ্রুপ পেয়েছে বাংলাদেশ। তবুও বাংলাদেশের তুলনায় প্রতিপক্ষ বেশ শক্তই। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল।
আর সেখানে প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনকে পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৩টি দেশ খেলবে এই বাছাই। এর মধ্যে গ্রুপ ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত দশটি গ্রুপের প্রতিটিতেই আছে চারটি করে দল। তবে ‘কে’ গ্রুপে আছে তিনটি দল।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাছাই পর্বের খেলা হওয়ার কথা। তবে কাতারে হবে প্রতিযোগিতার মূল পর্ব। যেটি কিনা শুরু হবে আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি সময়। স্বাগতিক হিসেবে সরাসরিই সেখানে অংশ নেবে কাতার।
আর বাছাই থেকে গ্রুপ সেরা ১১টি দল ও সেরা ৫টি রানার্সআপ মিলিয়ে মোট ১৬ দল পাবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ। এই টুর্নামেন্ট আবার ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের বাছাই হিসেবেও গণ্য হোবে। টুর্নামেন্টের সেরা ৩টি দল পাবে অলিম্পিকসে খেলার নিশ্চয়তা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post