স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দলে ফিরলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। আসছে নারী এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন এই দুজন। আগামী মাসের মাঝা-মাঝিতে শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার মাটিতে বসতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। নিগার-জাহানারারা আছেন ‘বি’ গ্রুপে। বাংলাদেশের হয়ে জাহানারা এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ৫২টি, আর টি-টোয়েন্টি ৭৮টি। দুই ফরম্যাট মিলিয়ে ডানহাতি এই পেসার উইকেট নিয়েছেন ১০৫টি। সবশেষ ম্যাচটি ছিল গত বছরের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের ম্যাচ ছিল সেটি। আর রুমানার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটি ছিল আরও আগে। গত বছরের ফেব্রুয়ারিতে। গত বছরই আচমকা অবসরের ঘোষণাও দিয়েছিলেন। দুই ফরম্যাট মিলিয়ে ১৩৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই অলরাউন্ডার প্রায় ২ হাজার রানের পাশাপাশি লেগ স্পিনে উইকেট নিয়েছেন ১২৫টি।
ভারতের মাটিতে ঘরের মাটিতে শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, হাবিবা ইসলামরা। এদিকে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১৯ জুলাই, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের পরের দুই ম্যাচ থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে, ম্যাচ দুটি হবে যথাক্রমে আগামী ২২ ও ২৪ জুলাই। সবশেষ নারী প্রিমিয়ার লিগে ব্যাট হাতে আলো ছড়িয়ে ডাক পেয়েছেন ইসমা তানজিম। রুপালি ব্যাংকের হয়ে ৯ ম্যাচে ৩৭.৮৬ গড়ে ২৬৫ রান করেছেন। তরুণ এই অলরাউন্ডার বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। জাতীয় দলে ডাক পড়েছে সাবেকুন নাহার জেসমিনের। মোহামেডানের হয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তবে সুযোগ মেলেনি সোবহানা মোস্তারির। মোহামেডানের হয়ে ৭ ম্যাচে ৩৭৭ রান করার পরও স্কোয়াডে রাখা হয়নি টপ অর্ডার এই ব্যাটারকে।
বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন এবং শরিফা খাতুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post