স্পোর্টস ডেস্কঃ হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে।
বরাবরই এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো আসরে ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের মুখ থাকে। সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আথার আলি খানকে দেখা যায়। তবে এবারের এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে না কোনো বাংলাদেশিকে। আথার আলি খান তো বটেই, বাংলাদেশের অন্য কাউকেই ধারাভাষ্য প্যানেলে রাখা হয়নি।
এশিয়া কাপের মূল সম্প্রচারকারী স্টার স্পোর্টস নিজেদের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে। যেখানে সব মিলিয়ে ১৯ জনকে রেখেছে। এর মধ্যে ১১ জনই ভারতের। যার মধ্যে আছেন অখ্যাত আদিত্য তারে ও রজত ভাটিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন রাখা হয়েছে পাকিস্তান থেকে। একজন আছেন শ্রীলঙ্কা থেকে। আর ৩ জন আছেন এশিয়ার বাইরে থেকে।
স্টার স্পোর্টসের ১৯ সদস্যের এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল
গৌতম গম্ভীর, ইরফান পাঠান, হরভজন সিং, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকার, সঞ্জয় বাঙ্গার, দীপ দাস গুপ্ত, মোহাম্মদ কাইফ, পিযূষ চাওলা, আদিত্য তারে, রজত ভাটিয়া, ওয়াসিম আকরাম, বাজিদ খান, আমির সোহেল, ওয়াকার ইউনিস, মারভান আতাপাত্তু, অ্যান্ডি ফ্লাওয়ার, ম্যাথু হেইডেন ও ডমিনিক কর্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post