নিজস্ব প্রতিবেদকঃ মাহমুদউল্লাহ রিয়াদ ফিরতে যাচ্ছেন আবারও। এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পড়তে যাচ্ছে এই অভিজ্ঞ তারকার। সব ঠিক থাকলে এই ব্যাটিং অলরাউন্ডারকে জাতীয় দলের আসন্ন ক্যাম্পে দেখা যাবে।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, অধিনায়কত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দলেও নেই। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফর্মটাও খুব একটা ভালো নয়। সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থানটা বেশ নড়বড়ে হয়ে উঠেছিল। এর মধ্যে বিশ্রামের নামে ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন এই তারকা।
প্রথমে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দলে রাখা হয়নি মাহমুদউল্লাহকে। রাখা হয়নি ইংল্যান্ড সফরে আইরিশদের বিপক্ষে খেলতে যাওয়া ওয়ানডে দলেও। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়ার গুঞ্জন শুরু হলেও, হজ পালন করতে সৌদি আরবে যাওয়ায় সেই সুযোগও হয়নি।।
সামনেই এশিয়া কাপ। তাই ফের নতুন করে গুঞ্জনের দেখা মিলেছে। চলতি বছর বিশ্বকাপও আছে। শেষ পর্যন্ত দলে থাকবেন তো মাহমুদউল্লাহ, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দিচ্ছে না। শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে দোলাচল চলছে।
তবে এর মাঝে বিসিবি পাড়ায় গুঞ্জন চলছে, এশিয়া কাপ দিয়ে আবারও দলে ফিরছেন মাহমুদউল্লাহ। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত প্রাথমিক দল দেওয়া হবে এশিয়া কাপের জন্য। এই দল ক্যাম্প করবে শুরুতে, এরপর চূড়ান্ত দল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো হচ্ছে সেই প্রাথমিক দলেই। এশিয়া কাপের আগে যে প্রাথমিক দল দেওয়া হবে, সেই দলে মাহমুদউল্লাহ থাকছেন সেটি এক প্রকার নিশ্চিতই। তবে মূল দলে থাকা নিয়ে এখন অব্দি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে এশিয়া ক্যাম্পের জন্য ইমার্জিং এশিয়া কাপে ভালো করা ক্রিকেটারদেরও ডাকা হচ্ছে। বেশ কয়েকজন ব্যাকআপ ক্রিকেটারের খুঁজে রয়েছে বিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post