স্পোর্টস ডেস্কঃ এফটিপি সূচি অনুযায়ী ২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হবে আগামী আসর। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে সেখানে খেলতে যাওয়ার ব্যাপারে রাজি না ভারত। তাদের দল যাবে না বলেই সিদ্ধান্তে অনড় বিসিসিআই সেক্রেটারি ও এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহ।
এর ফলে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা দেখা দেয়। তবে এর আগে পাল্টা হুমকি দিয়ে রাখে রমিজ রাজার নেতৃত্বাধীন তখনকার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রমিজ রাজা জানান, ভারত এশিয়া কাপ খেলতে না আসলে, তারাও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবেন না। আর এতে তৈরি হয় সঙ্কট।
পিসিবিতে এসেছে পরিবর্তন। অন্তবর্তীকালীন নতুন চেয়ারম্যান হিসেবে এসেছেন নাজাম শেঠি। তবে ইঙ্গিত দিলেও, বিশ্বকাপ ও এশিয়া কাপ ইস্যুতে সুর পাল্টাচ্ছে না পিসিবির। নতুন চেয়ারম্যানও চান নিজ দেশেই হোক এশিয়া কাপ। অবশ্য এর আগে একবার জানিয়েছিলেন, এমন কোনো সিদ্ধান্ত তারা নেবেন না যেটা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন করে দেয় তাদের। অন্যান্য বোর্ড কী করে, সেটা দেখেই সিদ্ধান্ত নেবেন তারা।
ভেন্যু নিয়ে দ্বন্ধ মেটাতে বৈঠকে বসেছিল এসিসি। কিন্তু বাহরাইনে হয়ে যাওয়া সেই বৈঠকে কোনো সম্ভাবনা বা সমাধান মেলেনি। শনিবারের বৈঠকে ভারত এবং পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তাই আপাতত ভেন্যু নিয়ে সিদ্ধান্ত মার্চ পর্যন্ত স্থগিত করেছে এসিসি। আগামী মাসে আইসিসি সভাতেই এই নিয়ে আলোচনা হবে।
এশিয়া কাপের ভেন্যু নিরপেক্ষ কোথাও, নাকি পাকিস্তানে হবে সেই সিদ্ধান্ত হবে আইসিসিতে। চলতি বছরের অক্টোবরে আয়োজিত হবে এশিয়া কাপ। তাই দ্রুতই ভেন্যু নিয়ে সমাধান করতে হবে। আশা করা হচ্ছে আইসিসিতেই সেই সমাধান মিলে যাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post