স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের বছরে ওয়ানডে ফরম্যাটে আয়োজন হবে এশিয়া কাপ। গত আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার ৫০ ওভারের বিশ্বকাপ ভাবনায় রেখেছে এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্সিল (এসিস)। সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজন হওয়ার কথা এবারের আসর। বৃহস্পতিবার এসিসি জানিয়েছে, একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।
গ্রুপ ‘এ’ তে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে আসা অন্য দল। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। একই গ্রুপ ছিল ২০২২ এশিয়া টি-টোয়েন্টি কাপে। যেখানে কোয়ালিফায়ার পেরিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে খেলেছিল হংকং।
এদিকে আসন্ন এশিয়া কাপের স্বাগতিক দেশ এখনও পর্যন্ত নির্ধারণ করেনি এসিসি। এখনও পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানের মাটিতে। তবে ভারত সেখানে খেলতে যাবে না, এমন দাবি বেশ আগে থেকে তুলে রেখেছে। ফলে সেখানে খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে।
এর আগে ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু বিসিসিআই সেখানে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় পিসিবি পরবর্তীতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) আয়োজনের স্বত্ব দিয়ে দেয়। ২০২০ থেকে ২০২১ সালে পিছিয়ে দেওয়া হলেও লঙ্কানদের মাটিতে শেষ পর্যন্ত আর ওই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারেনি। মূলত করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেবার স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট।
২০২২ এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু দেশটিতে আয়োজন করা সম্ভব হয় নি টুর্নামেন্টটি। স্বাগতিক হিসেবে না খেললেও আরব আমিরাতে আয়োজক হিসেবেই খেলে লঙ্কানরা। আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাসুন শানাকার দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post