নিজস্ব প্রতিবেদকঃ এবাদত হোসেন চোটে ছিটকে গেছেন বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড থেকে। বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে সবশেষ আফগানিস্তান সিরিজে হাঁটুর চোটে পড়েন এবাদত। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলবে সাকিব আল হাসানের দল। এদিকে ডাক পাওয়া সাকিব ৩৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৫৭ উইকেট নিয়েছেন। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপেও খেলেছেন এই পেসার। তিন ম্যাচে তার শিকার ছিল ৯ উইকেট।
সাকিব ছাড়া আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ ছিলেন বিকল্প হিসেবে। এতোদিন থেকে এশিয়া কাপের দলের সঙ্গে অনুশীলন করছিলেন খালেদ। সাকিব যুব বিশ্বকাপ জিতেছেন ২০২০ সালে। নিয়মিত পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে। দুজনই সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন খালেদ।
এশিয়া কাপে বাংলাদেশ দলঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসুম আহমেদ, মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post