নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এই বাঁহাতি তারকা শুধুমাত্র নেতৃত্বই ছাড়েননি, আসন্ন এশিয়া কাপেও খেলা হচ্ছে না। পিঠের পুরোনো চোটের কারণে এবারের আসরে খেলা হচ্ছে না তামিমের।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর নিজের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন এই বাঁহাতি তারকা। এরপর বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তামিমের এশিয়া কাপের না খেলার কথা।
মূলত পুরোপুরি ফিট না থাকায় সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এশিয়া কাপের তামিমের না খেলার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ দিন ধরে পিঠের নিচে ব্যাথা নিয়ে ভুগতে হচ্ছে তামিমকে। লন্ডনে নিজের পিঠের নিচের অংশের পুরোনো ব্যাথা সারানোর চিকিৎসা নিতে গিয়েছিলেন তামিম। সেখানে মেরুদণ্ড বিশেষজ্ঞকে দেখিয়েছেন তিনি।
পুরোনো চোট সারাতে ইনজেকশন নিয়েছেন তামিম। সেই ইনজেকশনের পর পর্যবেক্ষণ করা হয়েছে। আপাতত দুই সপ্তাহের পর্যবেক্ষণে রয়েছেন এই বাঁহাতি তারকা। এরপর পুনর্বাসনে যাবেন তিনি। এদিকে এশিয়া কাপ শুরু হয়ে যাবে। দলও চলে যাবে। তাই তামিমের খেলা নিয়ে এক ধরনের ঝুঁকি নিতে হতো। তবে সেই পথে তামিম নিজে ও বিসিবি হাঁটতে চাইছে না। অবসর ভেঙে ফেরা তামিমকে আবার নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে দেখা যেতে পারে।
অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের এশিয়া কাপের সময় যখন চলে আসছে, ২১/২২ তারিখ পর্যন্ত তার ইনটেনসিটি বাড়াতে পারবে না। ইনটেনসিটিটা ২১ তারিখের পরে বাড়বে। আপনারা জানেন যে ২৬ তারিখে আমাদের দল চলে যাবে।’
‘সেজন্য তামিমের এশিয়া কাপে ফেরাটা সম্ভব হচ্ছে না, এই ইনজুরির কারণে। এর মধ্যে আমরা দেবাশীষ, বায়োজিদ, তামিম, সভাপতি কথা বলেছি, কথা বলে তারাও পরামর্শ করেছে তাকে এশিয়া কাপে ফেরানোটা সম্ভব হবে না। সেজন্য সে এশিয়া কাপে নেই।’ যোগ করেন জালাল ইউনুস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post