স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের এবারের আসর নিশ্চিত করল নেপাল। বাছাইপর্বে সেরা হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল হিমালয়ের দেশটি। এসিসি মেন্স প্রিমিয়ার কাপের ফাইনালে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এই প্রথমবার এশিয়া কাপে খেলবে হিমালায়কন্যা বলে পরিচিত দেশটি।
কাঠমন্ডুতে সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১১৭ রান করে আরব আমিরাত। কিন্তু বৃষ্টিত জন্য গতকাল শেষ হয় নি ম্যাচ। রান তাড়ায় রিজার্ভ ডে-তে আজ বড় জয় পায় নেপাল। যদিও দলীয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তবে গুলশান ঝা’র ফিফটিতে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করল তারা।
গুলশান ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি ছিল ৬ ছক্কা ও ৩ চারে সাজানো। ভিম শারকি করেন ৩৬ রান। ৭২ বলে ৪ চার হাঁকান তিনি। আরব আমিরাতের হয়ে ২ উইকেট নেন রোহান মোস্তফা। আয়ান আফজাল খান নেন ১ উইকেট।
এর আগে আরব আমিরাতের আসিফ খানের ৪৬ রানের সুবাদে ১১৭ রান করে দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আরিয়ান লারকা। নেপালের হয়ে ৪ উইকেট নেন ললিত রাজবানশি। ২টি করে উইকেট নেন সন্দিপ লামিচান ও করন খাত্রি ছত্রী।
বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল মূল পর্বে খেলবে ভারত ও পাকিস্তানের গ্রুপে। চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। এতে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ছয় দলের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের গ্রুপ সঙ্গী হবে বাছাই পর্বে যোগ্যতা অর্জন করা নেপাল। অপর গ্রুপের তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post